আনোয়ার হোসেন মিঠু, নবীগঞ্জ :
নবীগঞ্জের কুখ্যাত ডাকাত সর্দার ও ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আঃ হালিম পুলিশে খাঁচায় বন্দী হয়েছে ।
বুধবার গভীর রাতে নবাগত অফিসার ইনর্চাজ মো:মাসুক আলীর দিক নির্দেশনায় এসআই জাহাঙ্গীর আলম, এসআই তরিকুল, এসআই তৌহিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে আউশকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ধৃত ডাকাত হালিম উপজেলার আউশকান্দি ইউনিয়নের দেওতৈল গ্রামের আব্দুল জলিলের ছেলে।
তাহার বিরোদ্ধে — জিআর ০১/২০ ইং ( নবী) মামলায় ৩৯৯ ধারায় অপরাধে ০৭ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের জেল প্রদান করেন। এরপর থেকেই সাজাপ্রাপ্ত ডাকাত হালিম পলাতক থাকে।
বুধবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আউশকান্দি এলাকা থেকে গভীর রাতে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আরও একাধিক ডাকাতি মামলা বিচারধীন রয়েছে।