শেখ মোঃ হারুনুর রশিদ :
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩-এ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসারের নাম ঘোষনা করেছে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ -এর জেলা কমিটি।
কমিটির সভাপতি জেলা প্রশাসক দেবী চন্দ ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও সদস্য সচিব মোঃ গোলাম মাওলা স্বাক্ষরিত পত্রে বুধবার(২৭সেপ্টেম্বর) বলা হয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ প্রদান উপলক্ষে জেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষিকা, প্রাথমিক বিদ্যালয়, ব্যক্তি, প্রতিষ্ঠান, কর্মকর্তা ও কর্মচারীদের বাছাই প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।
এর মধ্যে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষ অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ নির্বাহী অফিসার হিসেবে মনোনীত হয়েছেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক।
উল্লেখ্য,উপজেলা নির্বাহী অফিসার ক্যাটাগরিতে তিনি ২০২২-২৩ অর্থবছরে সরকারি সেবা দানে শুদ্ধাচার চর্চা এবং ভূমি সেবা সপ্তাহ ২০২৩-এ ভূমি সেবা প্রদানেও শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মনোনীত হন।
এব্যাপারে,উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক দৈনিক শায়েস্তাগঞ্জকে বলেন,এই প্রাপ্তি আমাকে আরও দায়িত্বশীল করবে।কোমলমতি শিশু শিক্ষার্থীদের জন্য কিছু করতে পেরেছি বলে পুরস্কৃত হয়েছি,এটা সত্যিই আনন্দের।তবে আজকের এই অর্জন পুরো চুনারুঘাটবাসীর অর্জন বলে আমি মনে করি।
এদিকে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।