বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাহুবল উপজেলা শাখার উদ্যোগে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
শুক্রবার বিকেলে উপজেলার স্থানীয় একটি হোটেলে এ অনুষ্টান শুরু হয়।
বাহুবল উপজেলা শ্রমিক কল্যানের সভাপতি অধ্যক্ষ তাজুল ইসলামের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যান ফেডারেশণ হবিগঞ্জ জেলার সভাপতি অধ্যাপক ছাদিকুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারী মীর একেএম জমিলুন্নবী ফয়সল।
অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা: সিরাজুল ইসলাম, ডা: আব্দুর রব, আব্দুল আহাদ, আজহারুল ইসলাম মোয়াজ, জমির আলী, নুরুল আমীন, মিজানুর রহমান শাহেদ, মিজানুর রহমান, ইকবাল আহমেদ, মীর মোস্তাফিজুর রহমান তায়েফ প্রমূখ।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, যুগ যুগ ধরে শ্রমিক দেরকে এক শ্রেণীর মানুষ নিজেদের সার্থে ব্যবহার করেছে কিন্তু শ্রমিকদের ভাগ্যউন্নয়ন নিয়ে কোন কাজ করেননি। প্রকৃত অর্থে ইসলামি শ্রম আইনের বাস্তবায়ন ছাড়া শ্রমিক জনতার ভাগ্যের পরিবর্তন হতে পারে না।তাই শ্রমিকদেরকে শ্রমিক কল্যান ফেডারেশনের অন্তর্ভুক্ত হয়ে কাজ করতে হবে।
ইফতার মাহফিলে মিরপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা সেক্রেটারী মীর জমিলুন্নবী ফয়সল প্রার্থী হলে সকলকে একযোগে কাজ করার আহব্বান জানানো হয়।