সৈয়দ শাহান শাহ পীর :
আধুনিক/স্মার্ট যুগে এসেও শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং-শাহজীবাজারে মান্ধাতার আমলের বাছাই ঘরই যেন সম্বল।
জানাযায়, উক্ত উপজেলার সুতাং-শাহজীবাজারটি একটি ঐতিহ্যবাহী বাজার হওয়া সত্বেও সেই মান্ধাতার আমলের বাছাই ঘরকেই সম্বল করে সপ্তাহে রবি এবং বুধবারে বিক্রেতারা ব্যবসা করে যাচ্ছেন। কিন্তু বর্তমানে আধুনিক/স্মার্ট যুগ চললেও এ বাজারের বাছাই ঘরের নেই কোনো আধুনিকতা।
বাজারে প্রায় শতাধিক এ রকম বাছাই ঘর রয়েছে। ঘরগুলোর উপরে টিনের ছাউনি থাকলেও তিনপাশে নেই কোনো বেড়া-ছাউনি। ফলে, ক্রেতা-বিক্রেতারা মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে। গরম, শীত, বর্ষায় এবং কালবৈশাখীর ঝড়-বৃষ্টি তুফানে দুর্ভোগ চরম আকার ধারণ করে। কোনো কোনো সময় দেখা যায় যে, ক্রেতা বিক্রেতারা ক্রয়-বিক্রয় না করেই বাড়ি ফিরতে হয়।
তাই বাজার-এলাকাবাসীর দাবি অতিশীঘ্রই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উক্ত বিষয়ে পদক্ষেপ নিবেন বলে আশাবাদী।