নিজস্ব প্রতিবেদক :
মহানবী হযরত মুহাম্মদ (সা:) এই ধরাধামে আগমন উপলক্ষে ঈদে মিলাদুন্নবীর প্রাক্কালে শায়েস্তাগঞ্জ উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আতের উদ্যোগে সুন্নি মহা-সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৫ সেপ্টেম্বর সোমবার শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিং এ বিকাল ৫ টায় আয়োজন করা হয় জশনে জুলুস ও ওয়াজ মাহফিলের।
এতে হবিগঞ্জ দক্ষিণাঞ্চলের ধর্মপ্রাণ সুন্নি মুসলমানগন দল-মত নির্বিশেষে ট্রাক বাস মোটরসাইকেল শোভাযাত্রায় জশনে জুলুস এ অংশগ্রহণ করেন।
জশনে জুলুশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির।
এছাড়াও উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান সহ আরো অনেকই।
জশনে জুলুশের এই বিশাল শোভাযাত্রায় বিভিন্ন মাদ্রাসা শিক্ষার্থী, মসজিদের মুসল্লীগণ ও বিভিন্ন স্তরের মুসলিম উম্মাহ অংশগ্রহণ করেন।