নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের চুনারুঘাটে ছয় কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ।
আটক যুবক বাচ্চু মিয়া (৩৫) উপজেলার ১ নম্বর গাজীপুর ইউপির কেদারাকোট গ্রামের মৃত আবুল গণির পুত্র।
চুনারুঘাট থানার (উপ-পরিদর্শক) এসআই অজিত কুমার তালুকদার বলেন, শুক্রবার দিবাগত রাতে গাঁজা ব্যবসায়ী বাচ্চু পুরাতন সাদা রঙের একটি প্রাইভেটকারে এক্সপেয়ার চাকার মত করে সুকৌশল ব্যবহার করে গাঁজা ক্রয়-বিক্রয়ের জন্য নিয়ে যাওয়ার সময় চুনারুঘাট- আসামপাড়াগামী পাকা রাস্তায় পৌরসভার চন্দনা সাকিনস্থ জান্নাত সো-মিলের সামনে অভিযান পরিচালনা করে ছয় কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।
আটককৃত বাচ্চু মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে শনিবার বিকালে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।আটকের বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার (ওসি) মো. রাশেদুল হক।