বাহার উদ্দিন, লাখাই থেকে :
লাখাই উপজেলায় ৩ দিনব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবসে উন্নয়ন মেলার সমাপ্তি ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৯ সেপ্টেম্বর) জাতীয় স্থানীয় সরকার উদযাপনের তৃতীয় ও সমাপনী দিনে পুরস্কার বিতরণী, ক্রীড়া প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ,এন,ও) নাহিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক সহ সুশীল সমাজের অনেকেই উপস্থিত ছিলেন। মেলায় বিভিন্ন অধিদপ্তরের প্রদর্শনী ৬ টি স্টলের মধ্যে প্রথম স্থান অধিকার করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), দ্বিতীয় স্থান লাভ করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল এবং তৃতীয় স্থান অর্জন করে উপজেলা শিক্ষা অফিস।
এছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মহিলাদের জন্য মিউজিক্যাল চেয়ার ও পুরুষদের জন্য হাড়ি ভাঙ্গা খেলার আয়োজন করা হয়। পরিশেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।