চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাটে ৪০ বোতল ফেন্সিডিলসহ দিনবন্ধু নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
গতকাল বৃহস্পতিবার দুপুরে র্যাব-৯ বিশেষ বিশেষ অভিযানে চালিয়ে চুনারুঘাটের সাতছড়ি চন্ডিছড়া মাজার নামক পশ্চিম দিক স্থানে দিনবন্ধুকে ৪০ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করে চুনারুঘাট থানায় নিয়ে আসে।
৪০ বোতল ফেন্সিডিলের মূল্য ২০হাজার টাকা। সে সাতছড়ি এলাকার পাইকপাড়া ইউনিয়নের মৃত দয়া তাঁতীর পুত্র। দিনবন্ধু দীর্ঘদিন যাবৎ ধরে ফেন্সিডিল ও গাঁজা বিক্রয়ের সাথে জড়িত। চুনারুঘাট থানায় মাদক দ্রব্য আইনে দিনবন্ধুর বিরুদ্ধে মামলা দায়ের করেছে।