শায়েস্তাগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জের নতুন ব্রীজ এলাকা থেকে ভারতীয় ফেনসিডিলসহ একজনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যটালিয়ন র্যাব-৯।
বৃহস্পতিবার বেলা দেড়টায় র্যাব-৯, সিলেট, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে সিনিঃ এএসপি মোঃ হায়াতুন-নবী এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করে।
চুনারুঘাট থানাধীন মধ্য ওবাহাটা গ্রামস্থ জামে মসজিদের সামন থেকে ৪০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ চুনারুঘাট থানার সাতছড়ি বাজার টিলা এলাকার মৃত দয়া তাতীর ছেলে দ্বীন বন্ধু তাতী (৩০) কে আটক করা হয়।
উল্লেখিত মাদকের মূল্য ২০ হাজার টাকা ।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।।