লাখাই প্রতিনিধি :
লাখাইয়ে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় একক ফল বাগান ও মিশ্র ফল বাগান সৃজনের নিমিত্তে ফলবাগান প্রদর্শনী পাওয়া কৃষকদের মাঝে বিনামূল্যে সার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে সার বিতরণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান।
এ সময় উপস্থিত ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জ্যোতি লাল গোপ, লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতি মোঃ বাহার উদ্দিন, শাহীনুর রহমান মোল্লা শাহীন। কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান উপজেলার বিভিন্ন ইউনিয়ন এর ৬ জন বাছাইকৃত ফলবাগান প্রদর্শনী পাওয়া কৃষকদের মাঝে বিনামূল্যে সার বিতরণ করেন। ফল বাগানের উপকরণ হিসাবে প্রত্যেক কৃষককে ২ বস্তা করে কম্পোস্ট সার,৮ কেজি করে ইউরিয়া সার,৮ কেজি, টি,এস,পি সার এবং৮ কেজি ও এম,ও সার বিতরণ করা হয়।
এছাড়াও ৫ কেজি করে জিপসাম সার দেওয়া হয়েছে।
পরবর্তীতে মিশ্র ও একক ফল বাগানের জন্য প্রযোজনীয় চারাগাছ দেওয়া হবে বলে জানান উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জ্যোতি লাল গোপ।