চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রঘুনন্দন পাহাড়ের নির্জন স্থান থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বেলা ১টার দিকে ওলিপুর প্রাণ কোম্পানীর সীমান্তবতী চুনারুঘাট উপজেলার অন্তর্গত শাহাজীবাজার এলাকার রঘুনন্দন পাহাড়ের গহীন নির্জন স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়দের সূত্রে জানা যায়, চুনারুঘাট উপজেলার অন্তর্গত শাহাজীবাজার এলাকার রঘুনন্দন পাহাড়ের রাবার বাগানের গহীনের নির্জন স্থানে মাটির সাথে মিশে থাকা অর্ধগলিত লাশটি রবিবার সকালে দেখতে পায় বনকর্মীরা। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ ও স্থানীয়দের ধারণা হত্যা করে লাশটি জঙ্গলে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। ইতিপূর্বেও সেখানে একাধিক হত্যাকান্ডের ঘটনা ঘটছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক তদন্ত গোলাম মোস্তফা জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। তবে লাশের পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ।