দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে উপজেলা পর্যায়ে দুইদিন ব্যাপী ৫০তম গ্রীষ্মকালীন প্রতিযোগীতার উদ্ধোধন করা হয়েছে।
৯ সেপ্টেম্বর শনিবার সকাল ১১ টায় শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজরাতুন নাঈম।
উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার জগদীশ তালুকদার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা হাসপাতালের মেডিকেল অফিসার হাবিবউল্লাহ, শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ তালুকদার, শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবিদুর রহমান, শায়েস্তাগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি কামরুজ্জামান আল রিয়াদ, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারন সম্পাদক জামাল আহমেদ অনিক প্রমুখ।
ইভেন্টগুলির মধ্যে ছিল ফুটবল, দাবা, সাতার, কাবাডি ও হ্যান্ডবল।
এ প্রতিযোগীতায় অংশ নিয়েছে শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়, প্রান-আরএফএল পাবলিক স্কুল, মোজাহের উচ্চ বিদ্যালয়, শায়েস্তাগঞ্জ বালিকা বিদ্যালয় ও ইসলামী একাডেমী এন্ড হাইস্কুল।