স্টাফ রিপোর্টার ॥
শায়েস্তাগঞ্জে থামছে না স্প্রে নিক্ষেপ করে চুরির ঘটনা। এলাকাবাসী রাত জেগে পাহারা দিয়েও আটকাতে পারছেন না দুর্বৃত্তদের। এ জন্য তারা বরাবরের মতোই পুলিশের ব্যর্থতাকে দায়ী করছেন।
গত মঙ্গলবার রাতে বিরামচর এলাকার আব্বাস উদ্দিন তালুকদার, বাগুনিপাড়ার মাসুদ আহমেদ, গতকাল বুধবার রাতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের পাশে ধোপা বাড়িতে,শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুর রকিব এর বাসায় স্প্রে নিক্ষেপের ঘটনা ঘটে। এতে শিশুসহ বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে অল্পের জন্য তারা বড় ধরণের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছেন।
স্প্রে নিক্ষেপের সাথে সাথেই চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ধাওয়া করলে তারা পালিয়ে যায়।
এদিকে শায়েস্তাগঞ্জবাসী আতংকগ্রস্ত অবস্থায় দিন কাটাচ্ছেন। তারা অবিলম্বে এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে কর্মসূচির প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।