স্টাফ রিপোর্টার ॥
শায়েস্তাগঞ্জ পুরান বাজার এলাকায় দিনে দুপুরে চালক ও শ্রমিককে ছুরিকাঘাত করে সর্বস্ব নিয়ে গেছে একদল ছিনতাইকারী।
গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহতরা হল, বিরামচর এলাকার আব্দুল আওয়ালের পুত্র চালক আব্দুল হান্নান ও একই এলাকার মলাই মিয়ার পুত্র শ্রমিক উজ্জল মিয়া।
জানা যায়, গতকাল বুধবার বিকাল ৪টার দিকে তারা ওই এলাকার চৌধুরী পেট্রোল পাম্পে গাড়িতে তেল ভর্তি করতে যান। গাড়িটি রেখে তারা পাশে ঘুরাফেরা করছিল। এ সময় কয়েকজন লোক এসে উপর্যুপুরি ছুরিকাঘাত করে নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। তবে ওই চক্রটি দীর্ঘদিন ধরে মহাসড়কসহ বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে।