নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের সাজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন মামলায় ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয়।
সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন চুনারুঘাট থানার (ওসি) মো. রাশেদুল হক জানিয়েছেন, সিআর মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত উপজেলার লালচান্দ চা বাগান এলাকার অমৃত বাগতির পুত্র অজিত বাগতি (২৮), জিআর মামলায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত উসমানপুর গ্রামের মৃত আনছব আলীর পুত্র সামছু মিয়া (৪৫), চান্দপুর চা বাগান এলাকার মৃত বুধু বাউরীর পুত্র শ্যামল বাউরী (২৭), কালামন্ডল গ্রামের মাহমুদ হোসেনের পুত্র মোঃ মোতালেব মিয়া (৩৫), দ্বীপচর গুচ্ছগ্রামের আঃ খালেকের পুত্র রিয়াদ মিয়া (২৯), গোগাউড়া গ্রামের আঃ আওয়াল ওরফে হারু মিয়ার পুত্র সামছু মিয়া (৪৪), পাইকপাড়া গ্রামের আঃ বারিকের পুত্র মো. আব্দুর রহিম (৩৪), পীরেরগাঁও গ্রামের মৃত মঞ্জব আলীর পুত্র মোঃ ফরিদ মিয়া (৩৫), কেউন্দা গ্রামের মৃত ইদ্রিছ আলীর পুত্র আব্দুল ছোবাহান (৩৬)কে গ্রেপ্তার করে হবিগঞ্জ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।