লাখাই প্রতিনিধি :
পরিবেশ ও বজ্রপাত থেকে রক্ষায় লাখাইয়ে বাপার উদ্যোগে তালের চারা রোপন অভিযান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৪সেপ্টেম্বর) লাখাইয়ের বিভিন্ন হাটবাজার ও গুরুত্বপূর্ণ স্থানে তালের চারা রোপন এর অংশ হিসাবে দুপুরে উপজেলার বুল্লা ইউনিয়ন এর বুল্লাবাজার সংলগ্ন হজরত শাহ বায়েজিদ ( রঃ) মাজার প্রাঙ্গনে তালের চারা রোপন করা হয়।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) হবিগঞ্জ জেলা কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ রিপন এর অর্থায়নে তালের চারা রোপন কালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মাসুদুর রহমান, বাংলাদেশ পরিবেশ আন্দোলন হবিগঞ্জ জেলা কমিটির নির্বাহী সদস্য মোঃ বাহার উদ্দিন, বুল্লা ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার আব্দুল কাইয়ুম, থানা পুলিশের উপ- পরিদর্শক ( এস,আই) জহির উদ্দিন, লাখাই রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, মহিউদ্দিন আহমেদসহ ব্যবসায়ী বৃন্দ।
এ সময় সহকারী কমিশনার ( ভূমি) মাসুদুর রহমান বলেন পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপনের বিকল্প নেই। তালের চারা সহ পরিবেশ বান্ধব বৃক্ষ রোপনে সকলের এগিয়ে আসা উচিৎ।