আব্দুর রাজ্জাক রাজু,চুনারুঘাটঃ
প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষা এবং আগামী প্রজন্মের সুন্দর ও নিরাপদ ভবিষতের জন্য রেমা-কালেঙ্গা বনকে রক্ষার আহ্বান জানিয়েছেন প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসেন চৌধুরী।
শুক্রবার বিকালে চুনারুঘাটের রেমা-কালেঙ্গা অভয়ারণ্যে বিসিএফইসি সদস্যদের মাঝে ঋন বিতরণের সময় তিনি বক্তব্য রাখেন।বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন রেমা-কালেঙ্গা রক্ষায় জনসচেতনতার উপর গুরুত্বারোপ করেন।তিনি আরো বলেন,২৯ প্রজাতীর স্তন্যপায়ী জীবজন্তু, ২১৫ প্রজাতীর পাখি ও ৬০০ পপ্রজাতীর গাছসহ নানা ঐতিহ্যের কারণে রেমা-কালেঙ্গা বন আমার কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আমাদেরকে বাংলাদেশ, বাংলাদেশের সৌন্দর্য এবং বনের যত্ন নিতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোঃ তৌফিকুল ইসলাম,সহকারী বন সংরক্ষক তারেক রহমান,রেমা-কালেঙ্গার রেঞ্জ কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান, রঘুনন্দন রেঞ্জ কর্মকর্তা মোঃ খলিলুর রহমান,বিট কর্মকর্তা জুয়েল রানা ও জগদিশপুর বিট কর্মকর্তা সিদ্দিকুর রহমান।
এছাড়া কালেঙ্গা রেঞ্জ অফিস ভবন ও চুনারুঘাট সহকারী বন সংরক্ষক অফিস এর শুভ উদ্বোধন করেন এবং কালেঙ্গা রেঞ্জের কালেঙ্গা বিটের ভিসিএফইসি সদস্যদের মাঝে অভ্যন্তরীণ ঋণ বিতরণ, কালেঙ্গা বিটের ২০২২ -২৩ আর্থিক সনে সৃজিত জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিরসনে সিলেট বন বিভাগের পুনঃবনায়ন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৬০.০ হেক্টর এএনআর বাগান ও ২০২১-২২আর্থিক সনে সৃজিত সুফল প্রকল্পের আওতায় ১৫. ০হেক্টর হেভিটেড ইমপ্রুভমেন্ট বাগান পরিদর্শন করেন।