নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি(৫০) নিহত হয়েছেন।
শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুরে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেন পাহাড়িকা এক্সপ্রেস শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে নির্ধারিত যাত্রাবিরতি শেষে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হয়।
উপজেলার দাউদনগর বাজার এলাকায় পৌছলে রেললাইনের পাশ দিয়ে হেটে যাওয়া এক ব্যক্তি কে ধাক্কায় দেয়। এতে ওই ব্যক্তি গুরুতর আহত হন। মুমুর্ষ অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠায়।
হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্তায় সন্ধ্যা ৬ টার সময় তিনি মারাযান।
রির্পোট লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মোঃ আবুল খায়ের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।