চুনারুঘাট প্রতিনিধি :
চুনারুঘাটে ছিনতাইকারী চক্রের কবলে পড়ে সাংবাদিক পুত্র অর্থ খোইয়েছেন।আজ বৃহস্পতিবার(৩১ আগস্ট)বিকাল প্রায় সাড়ে ৫ টায় চুনারুঘাট শামসুল উলূম হাফিজিয়া মাদ্রাসা থেকে ডিসিপি হাই স্কুল খেলার মাঠে খেলা দেখতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
জানা যায়,চুনারুঘাট সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শেখ মোঃ হারুনুর রশিদ-এর পুত্র শেখ মোঃ আরাফাত আল হাদী চুনারুঘাট জামেয়া ইসলামিয়া শামসুল মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র।সে খেলা দেখার উদ্দেশ্যে ডাকবাংলা রোড দিয়ে যাওয়ার পথে পৌরসভার ৭ নং ওয়ার্ডের মরা খোয়াই নদীর ব্রীজ এলাকায় ৪/৫ জন ছিনতাইকারী দল তার গতিরোধ করে।এসময় তাকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে তার পাঞ্জাবীর পকেটে থাকা মাদ্রাসার বেতন ও বডিংয়ের মাসিক বিলের প্রায় ২ হাজার টাকা নিয়ে যায়।
এ ব্যপারে সাংবাদিক শেখ হারুন বলেন,তিনি তাঁর ব্যক্তিগত কাজে জেলার বাহিরে অবস্থান করছেন।গতকাল তাঁর ছেলে ওই মাদ্রাসার এক হুজুরের মোবাইল দিয়ে মাদ্রাসার টাকার কথা বললে তিনি বিকাশে তাকে টাকা দেন।
তবে মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত হুজুরকে না পেয়ে তার টাকা পকেটে রেখে দিয়েছিল।সমাজের সচেতন মহল মনে করেন এখনই ছিনতাইকারীদের শক্ত হাতে দমন না করলে ভবিষ্যতে চুনারুঘাটে তাদের ডালপালা বেড়ে যাবে।অন্ধকার হতে পারে চুনারুঘাটের ভবিষ্যত।
এ ব্যাপারে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি রাশেদুল হক বলেন,অভিযোগ পেয়েছি।বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।