সৈয়দ শাহান শাহ পীর :
হবিগঞ্জ জেলার সুতাং নদীসহ জেলার অধীনস্থ বিভিন্ন নদী, জলাশয়ে চায়না ম্যাজিক এবং কারেন্ট জাল অবাধে ব্যবহার চলছে, এতে নিধন হচ্ছে দেশীয় মাছসহ অন্যান্য জলজ প্রাণী।
জানা যায়, উক্ত নদীসহ অন্যান্য নদী,জলাশয়ে বিভিন্ন প্রজাতির ডিমওয়ালা মাছ এবং পোনা মাছ ,ব্যাঙ, কচ্ছপসহ বিভিন্ন প্রজাতির জলজ প্রাণীও মারা হচ্ছে। ফলে, হুমকিতে পড়ছে জলজপ্রাণীর জীবনচক্র। হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র।
উল্লেখ্য, স্থানীয়রা জানান, মৎস্য বিভাগ থেকে প্রতিনিয়ত তদারকি এবং অভিযান না চালালে চায়না ম্যাজিক জালের ব্যবহার বন্ধ হবে না। এভাবে চলতে থাকলে শায়েস্তাগঞ্জ উপজেলার অধীনস্থ সুতাং নদী থেকে মৎস্য এবং জলজপ্রাণী সম্পূর্ণরূপে নির্মল হয়ে যাবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ জরুরী।