সৈয়দ শাহান শাহ পীর:
শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়নের সুতাং-শাহজীবাজারের প্রধান সড়কের প্রধান সমস্যা দেখা দিয়েছে।
জানা যায়, প্রতিবছর বর্ষা এলে উল্লেখিত বাজারের প্রধান সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। আর জলাবদ্ধতার ভিতর দিয়েই যানবাহন চলাচল করায় সড়কে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে, বাজারের ক্রেতা-বিক্রেতারা মারাত্মক দুর্ভোগের শিকার হচ্ছেন।
অন্যদিকে, জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। তাই বাজার এলাকাবাসী উক্ত বাজারের প্রধান সড়কের প্রধান সমস্যাটি সমাধানে এগিয়ে আসার জন্য জোর দাবি জানাচ্ছেন।