বাহুবল প্রতিনিধি :
হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর শ্রীমঙ্গল সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এক আরোহীর মৃত্যু ঘটেছে।
মঙ্গলবার (২২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে রশিদপুর গ্যাস ফিল্ড সংলগ্ন আমতলী নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে আব্দুস সোবহান ( ৫০) নামের ওই আরোহী নিহত হয়। তার বাড়ি চুনারুঘাট উপজেলার উত্তর দারাগাও গ্রামে। সে ওই গ্রামের মৃত শুকুর মাহমুদের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় আব্দুস সোবহান আমতলী বাগান থেকে তার নিজের মোটরসাইকেল যুগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে রশিদপুর গ্যাস ফিল্ড সংলগ্ন সংলগ্ন স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিককে পড়ে যায়। গুরুতর অবস্থায় লোকজন তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।