বাহুবল(হবিগঞ্জ)প্রতিনিধি:হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার শিমুলিয়াম গ্রামে জমি দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। গতকাল বুধবার সকালে এ ঘটনা ঘটে।
আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের মোতালিব মিয়ার সাথে একই গ্রামের হাজী আব্দুস ছমেদের পরিবারের দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। এরই জেরধরে উভয় পক্ষের বাকবিতন্ডার এক পর্যায়ে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে বাড়ি ঘরে হামলা ভাংচুর ও লুটপাট চালায়।
এতে জমর চান (৬০), মনফর মিয়া (৪৫), আম্বিয়া খাতুন (৩৫), পরতিংগা খাতুন (৫০) কে গুরুতর আহত অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
অন্যান্যদের স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।