নিজস্ব প্রতিবেদক :
বালু-মাটিখেকোদের লাগামহীন তাণ্ডবে ফসলী জমি, সরকারের খাসজমিসহ প্রাকৃতিক বনায়ন আজ ধ্বংসের পথে, প্রশাসনের পক্ষে একের পর এক অভিযান পরিচালিত হলেও বালু-মাটি খেকোদের থামানো যাচ্ছে না। বিভিন্ন মেয়াদে ও অর্থদণ্ডে দণ্ডিত করা হলেও বালু-মাটিখেকোদের লাগামহীন তাণ্ডবের যেন শেষ নেই।
বুধবার (১৬ আগষ্ট) বিকালে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ২ নম্বর আহম্মদাবাদ ইউপির আশ্রাবপুর গ্রামের নিকটস্থ খোয়াই নদীর পাড়ে অবৈধভাবে মাটি কাঁটায় এক যুবককে দুই লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। দণ্ডিত যুবক শামীম মিয়া (৩০) উপজেলার ওই গ্রামের মোঃ মারাজ মিয়ার পুত্র।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ ভৌমিকের নেতৃত্বে চুনারুঘাট থানার এসআই অজিত কুমার তালুকদারের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালিত হয়।
এই বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করবে এবং আমাদের এই অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে।