স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি বন থেকে পাচার হওয়া ৬ টুকরো চোরাই সেগুন গাছসহ পিকআপ চালক রমিজ উদ্দিন ও পাচারকারী লিটনকে আটক করেছে পুলিশ।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক দৈনিক শায়েস্তাগঞ্জকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোররাতে (১৬ আগস্ট) আমতলী বাজারে বেপরোয়া গতিতে একটি পিক-আপ চালক পুলিশের চেকপোস্ট তল্লাশি অমান্য করে চলে যায়। পরক্ষণে অবসরপ্রাপ্ত হাবিলদার আশরাফ উদ্দিনের স্ব-মিলে অভিযান চালিয়ে হাতেনাতে সেগুনের টুকরো সহ পিক-আপ চালক রমিজ উদ্দিন ও পাচারকারী লিটনকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
সাতছড়ি বিট অফিসার মামুনুর রশীদ জানান, বনের কোন গাছ আটক বা জব্দ করা হলে বন আইনে ৫২ ধারায় উল্লেখ আছে নিকটস্থ ফরেস্ট অফিসে জমা দেয়া। কিন্তু পুলিশ দিচ্ছে না।