আবুল কাশেম রুমন,সিলেট :
সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪৯ মিনিট ২৯ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে এতে তাৎক্ষনিক সিলেটের কোথাও কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি।
এশার নামাজের সময় এ ভূমিকম্প অনুভূত হলে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।এ সময় আতঙ্কে বিভিন্ন বহুতল ভবন থেকে বাসিন্দারা রাস্তায় নেমে আসেন।
গুগল হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলে সিলেটের কানাইঘাট এলাকার আশপাশে। উৎপত্তিস্থলে ভূমিকম্প ছিল পাঁচ মাত্রার। সর্বশেষ গেল জুন মাসের ১৬ তারিখ সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। এই ভূমিকম্প ছিল ৪.৫ মাত্রার।