স্টাফ রিপোর্টার :
সুজন-সুশাসনের জন্য নাগরিক হবিগঞ্জ জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার(১২ আগষ্ট) হবিগঞ্জ শহরের সুর বিতান হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সুজন-সুশাসনের জন্য নাগরিক জেলা কমিটির আহবায়ক, এডভোকেট এিলোক কান্তি চৌধুরী বিজন এর সভাপতিত্বে ও সদস্য সচিব চৌধুরীর মিজবাহুল বারী লিটন এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন কেন্দ্রীয় সমন্বয়কারী দিলিপ কুমার সরকার। সভায় বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ তাদের বক্তব্য তুলে ধরেন। বক্তরা বলেন সুজন হল সুশৃঙ্খল ও সংগঠিত একটি সংগঠন।
যে সংগঠনের সদস্য গন, নিঃস্বার্থ ভাবে গন মানুষের নায্য অধিকার আদায়ের জন্য নিজস্ব শ্রম ও অর্থ দিয়ে কাজ করে থাকে, প্রধান অতিথি বলেন সুজন দেশের বিরাজমান রাজনৈতিক সংকট নিরসনে সারা বাংলাদেশ একযোগে কাজ করে যাচ্ছে, যা হবিগঞ্জে ও বাস্তবায়ন জন্য কাজ করে যাচ্ছে সুজন।
পরে এক আলোচনা সভায় মাধ্যমে এডভোকেট এিলোক কান্তি চৌধুরী বিজন কে সভাপতি চৌধুরী মিজবাহুল বারী লিটন কে সাধারণ সম্পাদক ও মোতালিব তালুকদার দুলাল কে সাংগঠনিক সম্পাদক করে ৩১(একত্রিশ)সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় সমন্বয় কারী দিলীপ কুমার সরকার।
কমিটির অন্যান্যরা হলেন:
সিনিয়র সহ-সভাপতি এ এস এম মহসিন চৌধুরী,
সহ-সভাপতি, আব্দুর রকিব, জালাল উদ্দীন রুমি, মীর গোলাম রাব্বানী,তাহমিনা বেগম গিনি, সাবেক কমিশনার, মোঃসামসু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক
সাংবাদিক মামুন চৌধুরী, এড.অর্জুন রায়,
সহ-সাংগঠনিক সম্পাদক, আজিজুল ইসলাম হ্নদয়, অর্থ -সম্পাদক নোমান মিয়া,প্রচার সম্পাদক মঈনউদ্দীন আহমদ,দপ্তর সম্পাদক, আজিজুর রহমান মান্না, নির্বাহী সদস্য, লাখাই উপজেলা সম্পাদক বাহার উদ্দিন, বানিয়াচং উপজেলা সম্পাদক প্রভাষক জসিম উদ্দিন, শেখ আব্দুল কাদির কাজল, পাপু রানী সুএধর, আজিজুল রহমান,কামরুল হাসান, মুজিব চৌধুরী, এম এ হান্নান,মহসিন আহমেদ, ইশরাত জাহান পপি, এম এ ওয়াহিদ, নাছিমা আক্তার, পুলক রায়, শেখ ছাইদুর রহমান,প্রমূখ।