এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় চিকিৎসা সেবার মান বৃদ্ধির লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ আগষ্ট )সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালের সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোজাম্মেল হক এর সভাপতিত্বে মাসিক সমন্বয় সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলার সকল কমিউনিটি হেলথ কেয়ার কেন্দ্রের প্রভাইডারসহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক,স্বাস্থ্য সেবিকা,কর্মকর্তা,
কর্মচারীদের উপস্থিতিতে উক্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় কমিউনিটি হেলথ কেয়ার কেন্দ্রের প্রভাইডারদের মাসিক কাজের মূল্যায়ন এবং আগামীতে আরো বেশি করে সাধারণ মানুষের সেবা প্রদানের উৎসাহ জোগাতে তাদের পরামর্শ সহযোগিতা করার আশ্বস্ত করা হয়েছে।