লাখাই প্রতিনিধি :
লাখাইয়ে থানা পুলিশের অভিযানে ১ মাদক কারবারি ও ৮ জুয়ারিকে আটক করা হয়েছে।
লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা কারবারী মোশাহিদ মিয়া কে ২২ পিস ইয়াবা সহ আটক করেছে পুলিশ। আটককৃত ৮ জুয়ারী হলেন সাইদুল ইসলাম, হাবিব মিয়া, তাজু মিয়া,এরশাদ মিয়া, আরমান মিয়া, লালচান মিয়া,পারভেজ মিয়া, শাহীন মিয়া।
লাখাই থানা পুলিশ সুত্রে জানা যায় লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়ার নির্দেশে বৃহস্পতিবার (১০ আগষ্ট) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের উপ-পরিদর্শক( এসআই) শাহানুর ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে কালাউক বাজার এলাকার উপজেলা ব্রীজ সংলগ্ন স্থান থেকে ভাদিকারা গ্রামের রফিক মিয়ার ছেলে মোশাহিদ মিয়াকে ২২ পিস ইয়াবা সহ আটক করে।
অপর এক অভিযানে পুলিশের উপ-পরিদর্শক ( এসআই)শৈলেশ চন্দ্র দাস সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে কালাউক বাজার উপজেলা ব্রীজ সংলগ্ন সাইদুরের বাড়ীতে বৃহস্পতিবার (১০ আগষ্ট) দিবাগত রাতে অভিযান চালিয়ে জুয়া খেলার তাস ও নগদ ২৫৯০ টাকা সহ ভাদিকারা গ্রামের মৃত আঃ গফুরের ছেলে সাইদুর মিয়া(৩৫), করাব গ্রামের মৃত সাবু মিয়ার ছেলে হাবিব মিয়া (৫১), ভাদিকারা গ্রামের মৃত সাদেক মিয়ার ছেলে তাজু মিয়া( ৩৫), মুর্শেদ মিয়ার ছেলে এরশাদ মিয়া( ৩৬), হাজী নুর মিয়ার ছেলে আরমান মিয়া(৩৬), আঃ মালেকের ছেলে লাল চান মিয়া(১৯), আবু সালেহ এর ছেলে পারভেজ মিয়া(২২) ও মৃত আঃ মন্নাফের ছেলে শাহীন মিয়া (৩২) কে আটক করে থানায় নিয়ে আসে।
আটক মোশাহিদ মিয়ার বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃত ৮ জুয়ারীদের বিরুদ্ধে লাখাই থানায় জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।
আটককৃত আসামীদের কে শুক্রবার (১১ আগষ্ট) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে মর্মে নিশ্চিত করেছেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ নুনু মিয়া।