লাখাই প্রতিনিধি :
হবিগঞ্জের লাখাইয়ে থানা পুলিশের অভিযানে গাঁজা সহ সজিব চন্দ্র দাস ও গোপাল মনি দাসকে আটক করেছে পুলিশ।
লাখাই থানা পুলিশ সুত্রে জানা যায়, স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মোর্শেদ আলম গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ( ১০ আগষ্ট) সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে লাখাই ইউনিয়নের বটতলা নামক এলাকায় বিকেল সাড়ে ৪টায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা যাহার মূল্য ৪০ হাজার টাকা আসামীদের কে আটক করা হয়।
আটকরা ঢাকা শজেলার আশুলিয়া থানার ঋষি পাড়ার শ্যামল চন্দ্র মনি দাসের ছেলে সজীব চন্দ্র দাস (২৩) ও মৃত ফটিক চন্দ্র মনি দাসের ছেলে গোপাল মনি দাস (২৫) কে আটক করে স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রে নিয়ে যায়।
আটককৃত আসামীদের কে বৃহস্পতিবার (১১ আগষ্ট) থানায় প্রেরণ করে এবং আটক আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
আটককৃত আসামীদের কে বৃহস্পতিবার (১১ আগষ্ট) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে মর্মে নিশ্চিত করেছেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া।