সাজিদুর রহমান :
হবিগঞ্জের বাহুবলে বিভিন্ন শ্রেণি- পেশার লোকদের সাথে মতবিনিময় সভা করেছেন হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক দেবি চন্দ। বাহুবল উপজেলা পরিষদের সভা কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা।
১০ আগস্ট বৃহস্পতিবার দুপুরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী, রাজনীতিবিদ, সুশীল সমাজ, শিক্ষক- সাংবাদিক, নাগরিক সমাজের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।
উপজেলা সহকারী (ভুমি) মোঃ রুহুল আমিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল হাই, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন লিয়াকত, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ বাবুল কুমার দাশ, ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নুর,বাহুবল কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহিন, মাধ্যমিক শিক্ষক পঙ্কজ কান্তি গোপ টিটু, স্কাউট লিডার মোঃ শাকিল।