স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক দেবী চন্দ শায়েস্তাগঞ্জ উপজেলায় মতবিনিময় সভা করেছেন।
বুধবারে উপজেলা প্রশাসনের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈমের সভাপতিত্বে সহকারী কমিশনার(ভূমি) নাহিদ ভূইয়ার পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, পৌর মেয়র এফ এম আহমেদ অলি, ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ ভূঁইয়া, শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক কামাল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদিল জজ মিয়া, গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, বুলবুল খান,
প্রবীণ আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান, শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজিজুল হাসান চৌধুরী,
জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, মডেল কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহাবুদ্দিন, জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল্লাহ সরদার, প্রেস ক্লাব সভাপতি আসম আফজাল, সাধারণ সম্পাদক মইনুল হাসান রতন,সাংবাদিক জালাল উদ্দীন রুমিসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনীতিবিদ,শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এর আগে জেলা প্রশাসক ভূমিহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ঘরের চাবি ও দলিল হস্তান্তর করেন। পরে তিনি উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে আলাদা মতবিনিময় করেন। নবাগত জেলা প্রশাসককে নব গঠিত শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা অবগত করা হয়।