বাহার উদ্দিন, লাখাই থেকে :
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারাদেশে ২২ হাজার ১ শত ১ টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমি ও স্বপ্নের ঠিকানা গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
এ উপলক্ষে লাখাইয়ে বুধবার (৯ আগষ্ট) সকাল ৯ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তন এ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ,এন,ও) নাহিদা সুলতানা এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মিন্টো চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম।
আলোচনায় অংশ নেন বুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ, থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ নুনু মিয়া, বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, লাখাই রিপোর্টাস ইউনিটির সিনিয়র সহসভাপতি এম এ ওয়াহেদ, উপকারভোগী মেমরাজ বেগম,দৃষ্টি প্রতিবন্ধী নুরুল আমিন।
শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন মাওঃ শফিকুল ইসলাম ও গীতা পাঠ করেন গৌতম চন্দ্র রায়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ শাহাদাত হোসেন, এল,জি,ই,ডির প্রকৌশলী আকতার হোসেন, যুবউন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান মিয়া,মৎস্য কর্মকর্তা আবু ইউসুফ, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি লাখাই এর ডিজিএম ইসমাত কামাল, বিভিন্ন বিদ্যালয় এর প্রধান শিক্ষক বৃন্দ, সাংবাদিক বৃন্দ।
সভায় ৩৫ টি ভূমিহীন গৃহহীন পরিবার এর হাত জমির দলিল ও গৃহ হস্তান্তর করেন অতিথি বৃন্দ।