এম সাজিদুর রহমান :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ৪র্থ পর্যায়ের ২য় ধাপে জমিসহ ৬৫ টি গৃহ হস্তান্তর উপলক্ষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেছে উপজেলা প্রশাসন। সোমবার ( ৭ আগষ্ট) বিকাল ৪টায় উপজেলা কনফারেন্স রুমে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমার সভাপতিত্বে ও সহকারী কমিশনার রুহুল আমিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস- চেয়ারম্যান ইয়াকুত মিয়া, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নুর, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ শেখ, প্রাণী সম্পদ কর্মকর্তা গোলাম হাসান মেহেদি, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মেধা আচার্য্য, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম, বাহুবল পবিস এর জিএম মোঃ শহীদুল্লাহ, সিনিয়র সাংবাদিক এম সাজিদুর রহমান, মডেল প্রেসক্লাব যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম শামীম, ফয়সল চৌধুরী তাইনুছ, উপজেলা আওয়ামি লীগের যুব ও ক্রীড়া সম্পাদক কামরুল উদ্দিন ইমন, জুবায়ের আহমেদ, বাহুবল মডেল থানার এস আই মোকসেদ আলম ও বাহুবলে কর্মরত সাংবাদিক বৃন্দ।
প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন,
আগামী ৯ আগষ্ট বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের গাংধার মৌজার ১২টি ও স্বস্থিপুর মৌজার ৮ টি, পুটিজুরী ইউনিয়নের রাজসুরত মৌজার ৩৫ টি, মিরপুর ইউনিয়নের শ্রীপুর মৌজার ১০ টি ঘর গৃহ ও ভুমিহীনদের মাঝে হস্তান্তর করা হবে।।