এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরে কাতার প্রবাসীর বাসায় দিন দুপুরে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে।
রবিবার (৬ আগস্ট) দুপুর সাড়ে ১১ টায় চুনারুঘাট পৌর শাহরের হাতুন্ডা থানার পশ্চিমে কাতার প্রবাসী আব্দুল আহাদের বাসায় এই চুরির ঘটনা ঘটে।
প্রবাসীর স্ত্রী নাদিয়া আহাদ জানান,সকালে আমি শহরে বাজার করতে গেলে ফাঁকা বাসায় চোরের দল হানা দিয়ে বাসার ভেন্টিলেটর ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। পরে ওয়ারড্রবের তালা ভেঙ্গে ওয়ারড্রবে রক্ষিত আড়াই ভরি স্বর্ণালংকার নগর টাকা, এলইডি টিভি, বিদেশি কাপড়চোপড় সহ অন্যান্য জিনিসপত্র হাতিয়ে নেয় ।
খবর পেয়ে চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলে রাব্বি ও পৌর কাউন্সিলর মারুফ চৌধুরী ঘটনারস্থল পরিদর্শন করেন। ফজলে রাব্বি জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।