বাহার উদ্দিন, লাখাই থেকে :
হবিগঞ্জের লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপিত।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, বিশেষ দোয়া মাহফিল,আলোচনা সভা ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠান এবং তরুণ উদ্যোক্তাদের মাঝে যুবঋণ বিতরণ করার মাধ্যমে সকল অংশীজনের উপস্থিতিতে দিবসটি পালিত হয়।
দিবসটি উদযাপন উপলক্ষে শনিবার (৫ আগষ্ট) সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত শেখ কামাল এঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় ও ফাতেহা পাঠ করা হয়েছে।
সকাল ১০-৩০ মিনিটে উপজেলা পরিষদ সভাকক্ষে বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর স্মৃতিচারণ মূলক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ,এন,ও) নাহিদা সুলতানা এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার ( ভূমি) মাসুদুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে আলোচনায় অংশ নেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ নুনু মিয়া,প্রানী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডাঃ শাহাদাত হোসেন, মোড়াকরি ইউনিয়নের এর চেয়ারম্যান আবুল কাসেম মোল্লা ফয়সাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলী নুর, উপজেলা আওয়ামী লীগ এর সহসভাপতি আব্দুল মতিন,বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট আলী নোয়াজ, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম, লাখাই রিপোর্টারস ইউনিটির সিনিয়র সহসভাপতি এম এ ওয়াহেদ, সাংবাদিক মাসুকুর রহমান মাসুক,বামৈ ইউনিয়ন আওয়ামিলীগ এর সভাপতি আব্দুল আহাদ।
সভায় দিবসটি উপলক্ষে ৪ জন সুবিধাভোগীকে যুব ঋনের এক লক্ষ ৮০ হাজার টাকার চেক তুলে দেন অতিথি বৃন্দ। শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন আব্দুল মুকিত ও গীতা পাঠ করেন বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়।