চুনারুঘাট প্রতিনিধি :
সড়কে ক্ষুদে মোটরসাইকেল আরোহীদের যখন রাজত্ব, তখনই প্রতিদিনই ঘটছে সড়ক দুর্ঘটনা।
চুনারুঘাট পৌরশহরসহ উপজেলায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল প্রতিযোগিতায় অংশ নিয়ে চালাচ্ছেন শিশু-কিশোর বয়সী তরুণ যুবকেরা। পরিবারের উদাসীনতায় সড়ক মোটরসাইকেল প্রতিযোগী শিশু-কিশোর বয়সীরা মরনকে আহ্বান জানাচ্ছেন। তাদের ভাল কথা বললেও তারা ক্ষিপ্ত হয়।
শুক্রবার রাতে সড়কে প্রতিযোগিতা নিয়ে চলাচল করছিল একদল কিশোর মোটরসাইকেল। একটি মোটরসাইকেল উঠে যায় রাস্তায় কুকুরের উপর। মোটরসাইকেল উল্টে দুই কিশোর আহত হয়েছে। এ ঘটনাটি ঘটেছে রাত সাড়ে ৭টার দিকে চুনারুঘাট পৌরশহরের উত্তর বাজারে।
আহতরা হলেন – উপজেলার আদমপুর গ্রামের আব্দুল কালামের পুত্র দুলন মিয়া (২০), আতিকপুর গ্রামের আঃ সালামের পুত্র শান্ত ইসলাম (১৮)। আহতদের চুনারুঘাট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা সেবা দিয়েছে। চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার অনিক সাহা এ বিষয়টি নিশ্চিত করেছেন।
চুনারুঘাট দায়িত্বরত ট্রাফিক পুলিশের টিএসআই বদর বলেন, ট্রাফিক পুলিশের পক্ষে এসব চালকদের হুশিয়ারী করে দেয়া হচ্ছে।