নিজস্ব প্রতিবেদক :
আজমিরীগঞ্জে পুলিশ অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীর নির্দেশে শিবপাশা পুলিশ ফাঁড়ির এসআই ফুয়াদ আহমেদ এর নেতৃত্বে একদল পুলিশ গত ২ আগষ্ট রাতে শিবপাশা-আজমিরীগঞ্জ সড়কে অভিযান চালায়।
এ সময় মোটর সাইকেল আরোহী আজমিরীগঞ্জ উপজেলার যশকেশরী গ্রামের মৃত ছুরত আলীর পুত্র মোঃ দুলাল মিয়া (৪৭) আটক করে।
পুলিশ তার দেহ তল্লাসী করে ৩৫ পিস ইয়াবা মাদক বিক্রির ৫ হাজার ৩ শত টাকা পাওয়া যায়। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল আটক করা হয়।
পুলিশ জানায়, মোঃ দুলাল মিয়া একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ইতিপূর্বে থানায় একাধিক মাদক মামলাসহ ডাকাতির প্রস্তুতির মামলার রয়েছে। এ ঘটনায় এসআই ফুয়াদ আহমেদ বাদী হয়ে আজমিরীগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করেছেন।