বাহার উদ্দিন, লাখাই থেকে :
হবিগঞ্জের লাখাইয়ে ১৫ই আগষ্টের শোক দিবস উপলক্ষে প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ২ আগষ্ট) বিকাল ৩ ঘটিকায় লাখাই উপজেলার পরিষদের আয়োজনে উপজেলা সভাকক্ষে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউ,এন,ও) নাহিদা সুলতানার সভাপতিত্বে ১৫ ই আগষ্ট শোক দিবস উপলক্ষে প্রস্ততি সভায় বক্তব্য রাখেন লাখাই উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান আমীরুল ইসলাম আলম, সহকারী কমিশনারলা( ভুমি) মাসুদুর রহমান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহমুদুল হাসান মিজান, উপজেলা প্রকৌশলী মোঃ আকতার হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শাহাদাত হোসেন, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহমুদুল হক, মোড়াকরি ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সল, লাখাই পল্লী বিদ্যুৎ এর ডিজিএম ইশমাত কামাল, মৎস্য কর্মকর্তা আবু ইউসুফ, পঃ পঃ কর্মকর্তা গৌতম চন্দ্র রায়, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের একাডেমীক সুপার ভাইজার জান্নাতুন নাহার লিজা, বি আর ডি বি চেয়ারম্যান ইকরামুল মজিদ চৌধুরী শাকিল, লাখাই প্রেসক্লাব সভাপতি এডঃ আলী নোয়াজ, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায় সহ লাখাই উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ প্রমুখ।
প্রস্তুতিমূলক সভায় জাতীয় শোক দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা উপস্থিত সবার প্রতি আহ্বান জানান।