এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১লা আগষ্ট) দুপুরে উক্ত আর্থিক অনুদান বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ডাক্তার মুশফিক হোসেন চৌধুরী , উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর , জেলা পরিষদের প্রধান নির্বাহী নুরুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহলদার।
হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে উপজেলার রেমা-কালেঙ্গা অঞ্চলে কাল বৈশাখি ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ৯নং রানীগাও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন , ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহ মোহাম্মদ আইয়ুব আলী,কালেঙ্গা রেঞ্জ কর্মকর্তা সিরাজ মেম্বার , বাচ্চু মেম্বার,খলিল মেম্বার, মিলনসহ এলাকার বাসিন্দা গণ।