চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :
সারাদেশে বিএনপি-জামাতের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামীলীগ।
রবিবার বিকালে চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মধ্য বাজারে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আকবর হোসেন জিতুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার আলীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান ওয়াহেদ আলী মাস্টার, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ মাস্টার, সজল দাশ, সাংবাদিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মানিক সরকার, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মিয়া মহালদার, সাধারণ সম্পাদক আবুল খায়ের, উপজেলা যুবলীগের যুগ্ন-সম্পাদক আলহাজ্ব জিল্লুল কাদির লস্কর রিমন, পৌর যুবলীগের আহ্বায়ক নাজমুল ইসলাম বকুল, উপজেলা কৃষকলীগের সভাপতি মুজিবুর রহমান মুজিব, সাধারণ সম্পাদক শেখ জামাল, উপজেলা সেচ্ছাসেবকলীগ নেতা জয়নাল হোসেন রিপন, উপজেলা তাতীলীগের সভাপতি কবির মিয়া খন্দকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহজাহান সামি, সাধারণ সম্পাদক সায়েম তালুকদার, পৌর ছাত্রলীগের সভাপতি সম্রাট মিয়া, সাধারণ তানভীর হোসেন দীপুসহ ১০টি ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।