নবীগঞ্জ প্রতিনিধি :
আজ ২৭ জুলাই বৃহস্পতিবার নবীগঞ্জ তথা বৃহত্তর সিলেট বিভাগের কৃতি সন্তান বিশিষ্ট সমাজ বিজ্ঞানী সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রয়াত উপাচার্য্য প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমানের ১৭ তম মৃত্যুবার্ষিকী। মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী পালনের উদ্দ্যেগ গ্রহন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে কোরআন শরীফ খতম, মিলাদ মাহফিল ও দোয়া মাহফিল।
প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান ১৯৯৭ইং সালের ২০ জুলাই সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদান করেন। তিনি শাবিতে প্রফেসর পদে যোগদানের পূর্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৬৪ইং সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। ১৯৮৯ইং সালে তিনি রাবিতে প্রফেসর পদে নিয়োগ লাভ করেন। ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যক্রমে তার সরব উপস্থিতি ছিল। এক পর্যায়ে তিনি রাবির শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে নির্বাচিত হন।
বর্ণাঢ্য জীবনের অধিকারী বৃহত্তর সিলেটের কৃতি সন্তান শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান নবিগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের চাঁনপুর গ্রামে ১৯৪২ইং সালে জন্ম গ্রহণ করেন। তাঁর ছোট ভাই আনোয়ারুর রহমান বাউসা ইউপি ৩ বারের সাবেক সফল চেয়ারম্যান ছিলেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে বসবাসরত। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদানের আগে তিনি শাবির প্রো-ভাইস চ্যান্সেলর ছিলেন।
তিনি এ বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম বিভাগের প্রফেসর, বিভাগীয় প্রধান, রেজিস্ট্রার ও ডিনের দায়িত্ব পালন করেন। প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান ২০০২ সালে শাবি থেকে অবসর গ্রহণের পর সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে যোগদান করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৬ইং সালে ২৭ জুলাই তিনি মৃত্যুবরণ করেন।
উল্লেখ্য, প্রয়াত উপাচার্য প্রফেসর হাবিবুর রহমানের সুযোগ্য সন্তান এনামুল হাবিব অতিরিক্ত সচিব হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত রয়েছেন।