বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে প্রবাসী দাদু ভাই ছইল মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে গত রোববার আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলার রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার খান।
সংগঠনের সভাপতি আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্ঠা ও একলিমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখরউদ্দিন, আদর্শ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মাহবুবুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী গয়াস মিয়া, ইউনুছ আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য হাসানুর রহমান, পিয়ার আহমদ, জয়নাল আবেদীন, রুহুল মিয়া।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন হাফিজ সাজ্জাদুর রহমান।