বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী বলেছেন, যুদ্ধাপরাধী ও পাকিস্তানীদের কথায় উঠা-বসা এবং মা-ছেলে মিলে দূর্নীতি করতে করতে খালেদা জিয়া এখন ভালো কিছু দেখতে পারেন না। তাই তিনি আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ডসহ সকল কার্যক্রমের মিথ্যাচার করতে ব্যস্থ রয়েছেন।
সব কিছুতেই তিনি যেন ভেজাল খুঁজতে চান। সত্য ও খাঁটিতে তিনি বিশ্বাসী নন, যেন ভেজালেই বিশ্বাসী খালেদা জিয়া। সোমবার সিলেটের বিশ্বনাথে উপজেলার দেওকলস ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। দোয়া পরিচালনা করেন মাওলানা আবদুল জলিল। অনুষ্ঠানে যুবদল নেতা ছালিম খানের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনে যোগদান করেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মোমিন মেম্বারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন রুপন ও যুগ্ম-সম্পাদক এম. জাফর ইকবাল জুনেদের যৌথ পরিচালনায় পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা নাজনীন হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. পংকি খান, সাধারণ সম্পাদক বাবুল আখতার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক আমির আলী চেয়ারম্যান, শিক্ষা সম্পাদক জয়ন্ত আচার্য্য, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, উপজেলা যুবলীগের আহবায়ক মকদ্দছ আলী, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান বদরুল, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শামছুল ইসলাম মিলন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক আবদুল মালিক সুমন।
বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী, সুলতান আহমদ, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিতাব আলী, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি সুহেল খান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সমছু মিয়া, যুগ্ম-সম্পাদক মো. আসাদুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক শফিকউদ্দিন স্বপন, সহ দপ্তর সম্পাদক তপন দাশ, ত্রান ও দূর্যোগ সম্পাদক ফজলু মিয়া, মহিলা বিষয়ক সম্পাদিকা শারমীন রহমান তানিয়া, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামছুল ইসলাম সুফি, সাধারণ সম্পাদক মহব্বত আলী, আওয়ামী লীগ নেতা আনোয়ার মিয়া, শেখ নূর মিয়া, আবুল কালাম জুয়েল, শেখ মো. আজাদ, নিশী পাল, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি সাহাবউদ্দিন, ব্যবসায়ী নূরুল ওয়াছে আলতাফী, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আমির আলী, সাংগঠনিক সম্পাদক আরান দে, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আশিক আলী, আলতাব হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, যুবলীগ নেতা শাখাওয়াত হোসেন, নিজামউদ্দিন, শাহীন আহমদ, হাবিবুর রহমান মিনু, সঞ্চিত আচার্য্য, গিয়াসউদ্দিন, আছকির আহমদ, তাজুল ইসলাম, বেলাল আহমদ, রাজু আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আবদুল তাহিদ, বর্তমান সদস্য সায়েদ আহমদ, বিশ্বনাথ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য প্রমুখ।