বাহার উদ্দিন,লাখাই থেকে :
হবিগঞ্জের লাখাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায় শুক্রবার (২১ জুলাই) দুপুর ২টায় হবিগঞ্জ – লাখাই আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ীয়া অংশে মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে সিএনজি চালক আব্দুল কাদির ( ৫০) ও যাত্রী মহি উদ্দীন ও মোটরসাইকেল আরোহী ভাদিকারা গ্রামের আলাউদ্দিনের ছেলে মঈনুল (১৮) ও তার সঙ্গী ইসমাইলের ছেলে রিপন মিয়া ( ১৯) আহত হয়েছে। দুর্ঘটনার সংবাদ পেয়ে আশ পাশের ও পথচারীরা আহতদের উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অনন্যা আহতদের চিকিৎসা সেবা প্রদান করেন।
গুরতর আহত মঈনুল, রিপন ও আব্দুল কাদির কে হবিগঞ্জ জেলা সদরে ২৫০ শয্যা হাসপাতালে প্রেরন করেন।