মোঃ আব্দুল হক রেনু, শায়েস্তাগঞ্জঃ
শায়েস্তাগঞ্জ উপজেলার কুটিরগাওয়ে চেতনানাশক স্প্রে করে একই বাসায় দুই কক্ষে ডাকাতি ঘটনা ঘটেছে । ডাকাতরা একই বাসায় দুই কক্ষে রান্না ঘরের জানালার লোহার গ্রিল কেটে বাসার ভেতরে প্রবেশ করে ২ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লাখ টাকা, বিভিন্ন ব্র্যান্ডের ৩ টি স্মার্ট ফোন সহ জমির দলিল ও বিভিন্ন কাগজপত্র আলমারি থেকে লুটপাট করে নিয়ে গেছে।
এ ঘটনাটি ঘটেছে গত বুধবার ( ১২ জুলাই ) গভীর রাতে শায়েস্তাগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডে কুটিরগাও গ্রামের শহিদ মিয়ার বাসায়।
জানা গেছে, একই বাসার দুই পরিবারের মধ্যে বাসার মালিক শহীদ মিয়া সহ পরিবারের ৫ জন সদস্য এবং একই বাসার পাশের ভাড়াটিয়া রুমের পরিবারের ৩ জন কে ঘুমন্ত অবস্থায় ডাকাতরা চেতনানাশক স্প্রে করে অচেতন অবস্থায় পড়ে থাকে।
বৃহস্পতিবার বাসার মালিক সহ পাশের ভাড়াটিয়া মালিককে ঘুম থেকে উঠার জন্য ডাকাডাকি করলে কেউ শব্দ দিচ্ছে না ।
স্হানীয় লোকজন ও পৌর কাউন্সিলর মোঃ তাহির মিয়া ঘটনাস্থলে এসে দুটি বাসা কক্ষের লোকজন ঘরের ভেতর অচেতন অবস্থায় দেখতে পেয়ে চুনারুঘাট থানা পুলিশকে খবর দিলে, থানার এস আই সুরঞ্জিতসহ একদল পুলিশ এসে ঘটনা স্থল পরিদর্শন করে ।
পরে থানা পুলিশ ও স্হানীয় লোকজনের সহযোগিতায় বাসার অচেতন পরিবারের সকলকে স্হানীয় প্রাইভেট ক্লিনিকে ভর্তি করে চিকিৎসা দেয়া হয় ।
অচেতন ব্যক্তিরা হলেন – চুনারুঘাট থানার শায়েস্তাগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের কুঠিরগাও প্রকাশিত উবাহাটা গ্রামের আবাসিক এলাকায় নতুনব্রীজের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুস শহীদ ( ৩৫ ), তার সহধর্মিণী ও সন্তান এবং একই বাসার পাশের রুমে আব্দুস শহীদ মিয়ার বাসার ভাড়াটিয়া শাহজীবাজার গ্যাস ফিল্ডের কর্মচারী নয়ন মিয়া ( ৩০) তার সহধর্মিণী সহ সন্তান ।
এদিকে বাসার মালিক আব্দুস শহীদ কিছু সুস্থ হলে বাসায় এসে দুই কক্ষের দৃশ্য দেখে তার আলমারি তালা ভাঙ্গা এবং আলমারি থেকে দুই ভরি স্বর্ণালংকার, নগদ ১ লক্ষ টাকা, বিভিন্ন ব্র্যান্ডের ৩ টি স্মার্ট ফোন, জমির দলিলসহ বিভিন্ন কাগজপত্র নিয়ে যায় বলে কান্নায় ভেঙে পড়েন ।
বাসার মালিক আব্দুস শহীদ দৈনিক শায়েস্তাগঞ্জকে বলেন , প্রতিদিনের ন্যায় ব্যবসা শেষে বাসায় এসে পরিবারের সকলকে নিয়ে খাওয়া শেষে রাত ১২ টায় সময় সকলকে নিয়ে ঘুমিয়ে পড়েন এবং পাশের ভাড়াটিয়া রুমের সকলে ঘুমিয়ে পড়ে । এ সুযোগে ডাকাতরা গভীর রাতে বাসার দুটি কক্ষে রান্না ঘরের লোহার জানালার গ্রিল কেটে ঘরের ভেতর প্রবেশ করে দুটি বাসার লোকজনকে চেতনানাশক স্প্রে করলে সকল সদস্য অচেতন অবস্থায় পড়ে থাকে ।
এ সুযোগে ডাকাতরা বাসার ভেতরে থাকা আলমারির তালা ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ও জমির দলিল লুট করে নিয়ে যায় । এ ঘটনায় স্থানীয়দের মাঝে ডাকাত আতঙ্ক দেখা দিয়েছে।