শাহ্ মোস্তফা কামাল, শায়েস্তাগঞ্জ থেকে:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর বাজারের কাঁচা বাজারের বর্ধিত অংশ প্রতিদিন রেল লাইন ঘেঁষে বসে ব্যবসা করছে। এতে করে বাজারের বিক্রেতা, ক্রেতা উভয়েই মারাত্মক ঝুঁকিতে থাকে। বিশেষ করে রেলগাড়ি উক্ত স্থান অতিক্রম করার সময় বহুগুণে ঝুঁকি বৃদ্ধি পায়।
এ দিকে রেল লাইনের পাশে বসা অস্থায়ী বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের কাছ থেকে একটি প্রভাবশালী চক্র কর্তৃক অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। চক্রটি কর্তৃপক্ষ থেকে ইজারা নেওয়া ছাড়াই দীর্ঘদিন ধরে ক্ষমতার দাপট দেখিয়ে প্রতিদিন হাজার হাজার টাকা আদায় করছে।
এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষ ব্যবস্থা না নেয়ায় দিনদিন তাদের দাপট বেড়েই চলেছে। এতে করে সরকার একদিকে হাজার হাজার টাকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে রেল লাইনের পাশে বাজার থাকায় দুর্ঘটনার আশংকা রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দাউদনগর বাজারে হাঁস, মুরগি, কবুতর ক্রয় করতে গেলে ‘জমা’র নামে ক্রেতাদেরকেও ১০ টাকা করে দিতে হয়। কতিপয় লোকজন অবৈধভাবে এ টাকা আদায় করে ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে।
ইতোপূর্বে তাদের বিরুদ্ধে কর্তৃপক্ষের নিকট অভিযোগ করা হয় এবং পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। কিন্তু ব্যবস্থা নেয়া হয়নি। বর্তমানেও তারা ক্ষমতার দাপট দেখিয়ে ক্রেতাদের কাছ থেকেও টাকা আদায় করছে।
সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে এ রকম দৃশ্য চোখে পড়ে। কয়েকজন জমা উত্তোলনকারীকে জিজ্ঞেস করলে তারা জানান, আমরা দিন মঞ্জুর হিসেবে প্রতিদিন ৫শ টাকা করে পাই। অবশিষ্ট টাকা বিশেষ কিছু মানুষের কাছে জমা দেয়া হয়। তবে বিশেষ লোক কারা তাদের নাম জানতে চাইলে তারা তা প্রকাশে অস্বীকৃতি জানায়।