লাখাই প্রতিনিধি :
হবিগঞ্জের লাখাই থানায় নিয়মিত মামলার আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাজুল ইসলাম নামে আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ উপ-পরিদর্শক( এস,আই) শৈলেশ চন্দ্র দাস।
লাখাই থানা সুত্রে জানা যায় লাখাই থানার পুলিশ উপ-পরিদর্শক শৈলেশ চন্দ্র দাস সঙ্গীয় পুলিশ ফোর্স সহ সোমবার (৩ জুলাই) দিবাগত রাতে অভিযান চালিয়ে বুল্লা ইউনিয়নের মকসুদপুর গ্রামে অভিযান চালিয়ে আসামীর বাড়ী থেকে মুকসুদপুর গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে তাজুল ইসলাম কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
গ্রেপ্তারকৃত আসামীকে মঙ্গলবার (৪জুলাই) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।
আসামী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া।