নিজস্ব প্রতিনিধি,হবিগঞ্জ:হবিগঞ্জে ইউনিয়ন পর্যায়ে মহিলাদের জন্য আইটি-আইসিটি লিটারেসি বিষয়ে ১৫ দিন ব্যাপি প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় কম্পিউটার ল্যাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের লার্নিং এন্ড আর্নিং প্রকল্পের উদ্যোগে এই প্রশিক্ষণে ৪২ জন মহিলা অংশ গ্রহণ করছেন।
সোমবার(২৯জুন) সকালে প্রধান অতিথি হিসাবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবিনা আলম।
হবিগঞ্জ সদর উপজেলার ইউএনও আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গফ্ফার আহমেদ, হবিগঞ্জ সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়া উদ্দিন আহমেদ ও ওপেন আইটির কর্মকর্তা আব্দুর রাফি।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সাবিনা আলম বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে মহিলাদেরকেও এগিয়ে আসতে হবে। এই প্রশিক্ষণকে কাজে লাগাতে পারলে প্রশিক্ষণার্থীরা নিজেরাও উপকৃত হওয়ার পাশাপাশি অন্যদেরকে উৎসাহিত করতে পারবেন।
প্রশিক্ষণ কর্মসূচি বাস্তাবয়ন করছে ওপেন আইটি। এর আগে আরও দুটি ব্যাচের প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে।