শাহ্ মোস্তফা কামাল,শায়েস্তাগঞ্জ থেকে:
সারাদেশের ন্যায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলাতেও ঈদের ছুটি শেষে কর্মজীবী মানুষের কর্মস্থলে ফেরার চিত্র দেখা যায়। বিশেষ করে শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে কর্মস্থলমুখী যাত্রীদের আধিক্য চোখে পড়ার মতো। রেল স্টেশনসহ আশপাশে প্রচুর মানুষের সমাগম লক্ষনীয়।
৪ জুলাই মঙ্গলবার সরজমিনে শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে গিয়ে দেখা যায়, ট্রেন আসার সময় হলে প্লাটফর্মে তিলঠাঁই পাওয়া যায় না। রেল যাত্রীদের মধ্যে পরিবার শুদ্ধ যাত্রীর সংখ্যাই বেশী। প্লাটফর্মের পর্যাপ্ত পরিমাণ বসার ব্যবস্থা না থাকায় যাত্রীদের বিড়ম্বনার শিকার হতে হয়েছে। গত রোববার ঈদের ছুটি শেষ হলেও অনলাইনে টিকেট বঞ্চিতরা যেতে পারেনি কর্মস্থলে।
পরিবার নিয়ে ঢাকায় ফিরছেন ফয়সাল আহমেদ, বাংলাদেশ রেলওয়েকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, অনলাইনে রেলের টিকিট প্রাপ্তির কারনে আজকে স্বস্তিতে গন্তব্যে পৌঁছাতে পারবো। পরিবার পরিজন নিয়ে সড়ক পথে যাতায়াত অনেকটাই ঝুঁকিপূর্ণ, তাই রেলগাড়ি ভ্রমণ নির্ভরযোগ্য। প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা রোজিনা ইসলাম বলেন, একেতো বর্ষাকাল তারপর অনবরত বৃষ্টির কারনে সড়কের চেয়ে রেল ভ্রমণ নির্ভরযোগ্য ও নিরাপদ। তিনি বলেন, অতিরিক্ত যাত্রীর চাপে রেলওয়ে প্লাটফর্মে কিছুটা হযবরল অবস্থা দেখে গেলেও সড়ক পথের চেয়ে অনেক বেশি প্রশংসনীয়।
অন্যদিকে, শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ বাসস্ট্যান্ডেও যাত্রীদের প্রচন্ড ভীড় দেখা গেছে। লাগাতার গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারনে বাসযাত্রীদের ভোগান্তি বহুগুণ বৃদ্ধি পেয়েছে। অনেকেই কাকভেজা অবস্থায় দেখা গেছে।
মো.কায়সার নামের যাত্রী জানান, বৃষ্টিজনিত প্রতিকূলতা থাকা সত্ত্বেও বাধ্যা হয়েই বৃষ্টির মধ্যে কর্মস্থলে যেতে হচ্ছে। শায়েস্তাগঞ্জ বাসস্ট্যান্ডে অগ্রিম টিকিট দেওয়া হয় না, তাই দেখছি সুবিধাজনক গাড়িতে গন্তব্যে পৌঁছাতে হবে। পর্যাপ্ত গাড়ি থাকার কারনে অন্যান্যবারের তুলনায় এবার একটু ভোগান্তি কম।